আহমেদ বাওয়ানী একাডেমী রাজধানী ঢাকা শহরের আরমানিটোলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 1962 খ্রিষ্টাব্দে তদানিন্তন শিল্পপতি মরহুম ইয়াহিয়া আহমেদ বাওয়ানী কর্তৃক এটি ইংরেজি মাধ্যম (English Medium) মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানরূপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার অল্পকালের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে একটি প্রথম শ্রেণির শিক্ষা প্রতিষ্ঠানরূপে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। 1972 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি বাংলা মিডিয়ামে রুপান্তরিত হয়। 1985 খ্রিষ্টাব্দে অত্র একাডেমিকে মহিলা কলেজে উন্নীত করা হয়। একাডেমিতে দু’টি শিফটে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় 6,000। আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ পুরাতন ঢাকার সর্ববৃহৎ আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। প্লে-নার্সারী, ১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতী ও দিবা শিফটে প্রায় ৬ হাজার ছাত্র-ছাত্রী এখানে আস্থার সাথে অধ্যয়ন করছে। আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির দিকনির্দেশনায় এবং বিচক্ষণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভূঁইয়া স্যারের পরিচালনায় অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র পুরাতন ঢাকায় নয় , ঢাকা মহানগরীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করতে সক্ষম হয়েছে। লিফট সুবিধাসহ 10 তলা, ৮ তলা, ৬ তলা, ৫ তলা এবং ৪ তলা বিশিষ্ট মোট ৫টি সুবিশাল ভবন শিক্ষার্থীদের সুশিক্ষা দানের জন্য নির্মাণ করা হয়েছে। অডিও ভিজুয়াল পাঠদানের জন্য 12টি মাল্টিমিডিয়া ক্লাস, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস ও হলরুম, আইসিটি ল্যাব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা, ফিল্টার এবং গভীর নলকূপের বিশুদ্ধ খাবার পানির সুবিধা, এক্সেস কন্ট্রোল সিস্টেম, 80টি সিসি ক্যামেরার মাধ্যমে সাবক্ষণিক নিরাপত্তা মনিটরিং , নিজস্ব ডাইনামিক সফটওয়্যার এর মাধ্যমে এডুকেশন সিস্টেম কন্ট্রোল, মোবাইল ব্যাংকিং, রকেট, নগদ, অনলাইন ব্যাংকিং - ডাচ্ বাংলা নেক্সাস পে’সহ একাধিক ব্যাংকের মাধ্যমে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ-কে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এই প্রতিষ্ঠানে রয়েছে 128 জন সুযোগ্য , অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, শতাধিক ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, অর্ধ-শতাধিক টয়লেটসহ পরিচ্ছন্ন ওয়াশব্লক, অভ্যন্তরীন টিফিনের ব্যবস্থা, ডিজিটাল নোটিশ বোর্ড। ছাত্র-ছাত্রীদের অগ্রগতি বিষয়ে নিয়মিত অভিভাবক মতবিনিময় সভা, শিক্ষকদের ওরিয়েন্টেশন ক্লাস ও কারেকশন মিটিং , হলদে পাখি, স্কাউটস, গার্লস স্কাউটস, গার্লস গাইড আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো , ইংলিশ ল্যাংগুয়েজ, কালচারাল ও ডিবেট ক্লাব এর মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, জেলা ও থানা পর্যায়ে আন্তঃস্কুল প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক সাফল্য আকাশচুম্বী। বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের সেরাটাই ফলাফল হিসেবে উপহার দিয়ে থাকে।
বিদ্যালয়ে প্রবেশের প্রধান গেইট
বালিকা শাখা ও কলেজ ভবন
খেলার মাঠ
১০ তলা বিশিষ্ট নব-নির্মিত কলেজ ভবন