প্রতিষ্ঠান পরিচিতি

  • Home
  • প্রতিষ্ঠান পরিচিতি

আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ রাজধানী ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের আরমানিটোলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬২খ্রিষ্টাব্দে তদানিন্তন শিল্পপতি মরহুম ইয়াহিয়া আহমেদ বাওয়ানী কর্তৃক এটি ইংরেজি মাধ্যম (English Medium) মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানরূপে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার অল্পকালের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে একটি প্রথম শ্রেণির শিক্ষা প্রতিষ্ঠানরূপে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। ১৯৭২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি বাংলা মিডিয়ামে রুপান্তরিত হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দে অত্র একাডেমিকে মহিলা কলেজে উন্নীত করা হয়। একাডেমিতে দু’টি শিফটে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫,০০০। আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ পুরাতন ঢাকার সর্ববৃহৎ আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। প্লে-নার্সারী, ১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতী ও দিবা শিফটে প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী এখানে আস্থার সাথে অধ্যয়ন করছে। আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির দিকনির্দেশনায় এবং বিচক্ষণ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব সারওয়াত খানম-এর পরিচালনায় অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র পুরাতন ঢাকায় নয় , ঢাকা মহানগরীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্নপ্রকাশ করতে সক্ষম হয়েছে। লিফট সুবিধাসহ ১০ তলা, ৮ তলা, ৬ তলা, ৫ তলা এবং ৪ তলা বিশিষ্ট মোট ৫টি সুবিশাল ভবন শিক্ষার্থীদের সুশিক্ষা দানের জন্য নির্মাণ করা হয়েছে। অডিও ভিজুয়াল পাঠদানের জন্য ১২টি মাল্টিমিডিয়া ক্লাস, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস ও হলরুম, আইসিটি ল্যাব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা, ফিল্টার এবং গভীর নলকূপের বিশুদ্ধ খাবার পানির সুবিধা, এক্সেস কন্ট্রোল সিস্টেম, ৮০টি সিসি ক্যামেরার মাধ্যমে সাবক্ষণিক নিরাপত্তা মনিটরিং , নিজস্ব ডাইনামিক সফটওয়্যার এর মাধ্যমে এডুকেশন সিস্টেম কন্ট্রোল, মোবাইল ব্যাংকিং, রকেট, নগদ, অনলাইন ব্যাংকিং - ডাচ্ বাংলা নেক্সাস পে’সহ একাধিক ব্যাংকের মাধ্যমে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ-কে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এই প্রতিষ্ঠানে রয়েছে ১৩০জন সুযোগ্য , অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, শতাধিক ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি, অর্ধ-শতাধিক টয়লেটসহ পরিচ্ছন্ন ওয়াশব্লক, অভ্যন্তরীন টিফিনের ব্যবস্থা, ডিজিটাল নোটিশ বোর্ড। ছাত্র-ছাত্রীদের অগ্রগতি বিষয়ে নিয়মিত অভিভাবক মতবিনিময় সভা, শিক্ষকদের ওরিয়েন্টেশন ক্লাস ও কারেকশন মিটিং , হলদে পাখি, স্কাউটস, গার্লস স্কাউটস, গার্লস গাইড আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো, ইংলিশ ল্যাংগুয়েজ, কালচারাল ও ডিবেট ক্লাব এর মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, জেলা ও থানা পর্যায়ে আন্তঃস্কুল প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক সাফল্য আকাশচুম্বী। বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের সেরাটাই ফলাফল হিসেবে উপহার দিয়ে থাকে।

School Main Gate, College Building

বিদ্যালয়ে প্রবেশের প্রধান গেইট

School Main Gate, College Building

বালিকা শাখা ও কলেজ ভবন

School Main Gate, College Building

খেলার মাঠ

School Main Gate, College Building

১০ তলা বিশিষ্ট নব-নির্মিত কলেজ ভবন

Notice:
২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের eSIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি। || এইচএসসি পরীক্ষার কারণে অর্ধ-বার্ষিক পরীক্ষার পর স্কুল ও শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত নোটিশ। || বিভিন্ন সরকারি অফিস ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান /শিক্ষার্থী /অভিভাবকের কাছ থেকে অর্থ, প্রতিষ্ঠানের User Id ও Password, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ডেবিট/ক্রেডিট কার্ডের Password/PIN Number/OTP চাচ্ছে। এসব তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য সতর্ক করা হলো। || এডিস মশার বংশ বিস্তার রোধে বাসা-বাড়িতে নিম্নোক্ত পদক্ষেপ গুলো নিতে সরকারি নির্দেশনা মোতাবেক সকলকে অবহিত করা হলো। || ১ম টিউটোরিয়াল পরীক্ষা ফি’সহ বকেয়া বেতনাদি পরিশোধ ও ইস্টার সানডে উপলক্ষ্যে আগামী ২০/০৪/২০২৫ (রবিবার) তারিখ একাডেমী বন্ধ সংক্রান্ত। ||

সকল নোটিশ