পাঠ্যক্রম

  • Home
  • পাঠ্যক্রম

বাংলাদেশ সরকারের ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম

বাংলাদেশ সরকারের ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমের বিষয়ে প্রাপ্ত তথ্য নিম্নরূপ:

২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশের শিক্ষাক্রমে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত।

মূল পরিবর্তনসমূহ

  • পুরোনো শিক্ষাক্রমে প্রত্যাবর্তন (মাধ্যমিক স্তর): ২০২৪ সালের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে (৯ম ও ১০ম শ্রেণি) পুরোনো পরীক্ষাভিত্তিক শিক্ষাক্রমে (২০১২ সালের জাতীয় শিক্ষাক্রম) ফিরে আসা হচ্ছে। এর মানে হলো, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা - এই শাখা বিভাজনগুলো আবার ফিরে আসবে। ২০২৫ সালে যারা নবম শ্রেণিতে উঠবে, তারা এই পুরোনো শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত বই) পড়বে এবং নবম ও দশম শ্রেণি মিলে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।
  • প্রাথমিক ও নিম্ন-মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রমের ধারাবাহিকতা ও পরিমার্জন:
    • প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এখানে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হবে।
    • ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সালের বাকি সময়েও বহাল থাকবে। ২০২৫ সালে তাদের যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।
    • মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসবে; ষষ্ঠ থেকে নবম শ্রেণির অসম্পূর্ণ থাকা ছয়টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম আর অব্যাহত রাখা হবে না। সংশোধিত ও পরিমার্জন করা মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
  • শিক্ষাক্রম রূপরেখা ২০২২ এর আংশিক বাস্তবায়ন ও পর্যালোচনা: শিক্ষামন্ত্রী পূর্বে ঘোষণা করেছিলেন যে, ২০২২ সালে প্রণীত নতুন শিক্ষাক্রম ২০২৫ সাল থেকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এই নতুন শিক্ষাক্রমটি 'যোগ্যতাভিত্তিক' শিক্ষাক্রম নামে পরিচিত এবং এতে শিক্ষার্থীদের উপর লেখাপড়ার চাপ কমানো, পরীক্ষাভীতি দূর করা এবং আনন্দের সাথে শেখার উপর জোর দেওয়া হয়েছিল। তবে, ২০২৪ সালের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী, ২০২৫ সালে সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন জাতীয় শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা ২০২৬ সাল থেকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন শুরু হবে।
  • পাঠ্যপুস্তক প্রাপ্তি: ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) তাদের ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এবং ডাউনলোড লিঙ্ক সরবরাহ করেছে।

পূর্ণাঙ্গ পাঠ্যক্রম এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট ডাউনলোড করার জন্য

  • জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর ওয়েবসাইট:
    • ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা: এখানে ক্লিক করুন
    • জাতীয় শিক্ষাক্রম রূপরেখা (২০২১) এবং অন্যান্য শিক্ষাক্রম সম্পর্কিত তথ্য: এখানে ক্লিক করুন
    • বিভিন্ন পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও নবম দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রশ্নের ধরন: এখানে ক্লিক করুন
  • জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NEP) এর ওয়েবসাইট:
    • প্রাথমিক স্তরের সাপ্তাহিক ক্লাস রুটিন ও বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২৫ (১ম -৫ম শ্রেণি): এখানে ক্লিক করুন

শিক্ষাক্রম একটি বিস্তারিত এবং চলমান প্রক্রিয়া, তাই সবচেয়ে সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সরাসরি এনসিটিবি (NCTB) এর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করা বা শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশগুলো অনুসরণ করা জরুরি।

Notice:
২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের eSIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি। || এইচএসসি পরীক্ষার কারণে অর্ধ-বার্ষিক পরীক্ষার পর স্কুল ও শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত নোটিশ। || বিভিন্ন সরকারি অফিস ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান /শিক্ষার্থী /অভিভাবকের কাছ থেকে অর্থ, প্রতিষ্ঠানের User Id ও Password, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ডেবিট/ক্রেডিট কার্ডের Password/PIN Number/OTP চাচ্ছে। এসব তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য সতর্ক করা হলো। || এডিস মশার বংশ বিস্তার রোধে বাসা-বাড়িতে নিম্নোক্ত পদক্ষেপ গুলো নিতে সরকারি নির্দেশনা মোতাবেক সকলকে অবহিত করা হলো। || ১ম টিউটোরিয়াল পরীক্ষা ফি’সহ বকেয়া বেতনাদি পরিশোধ ও ইস্টার সানডে উপলক্ষ্যে আগামী ২০/০৪/২০২৫ (রবিবার) তারিখ একাডেমী বন্ধ সংক্রান্ত। ||

সকল নোটিশ