বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে পুরাতন ঢাকার ঐতিহাসিক আরমানীটোলা মাঠের পাশেই ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ। কালের বিবর্তনে ঐতিহ্যের আঁধার এ প্রতিষ্ঠানের গৌরবজ্জ্বল ইতিহাসকে আরও সমৃদ্ধশালী ও গতিশীল করতে ২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব গ্রহণের পর থেকে নানামুখী কর্মসূচী গ্রহণ করেছি। অত্র প্রতিষ্ঠানের সাবেক সম্মানিত সভাপতি জননন্দিত ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম সাহেবের ঐকান্তিক সহযোগিতায় মাল্টি-মিডিয়া শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, মানসম্পন্ন টিফিন, ডিপ-টিউবওয়েলের বিশুদ্ধ খাবার পানি ও জেনারেটরের সাহায্যে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে। একসেস্ কন্ট্রোল সিস্টেম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। ৮০টি সিসি ক্যামেরার মাধ্যমে একাডেমীর নিরাপত্তা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। মেটাল ডিটেক্টর দ্বারা প্রবেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্ব-উন্নত শিক্ষা, সর্বোচ্চ নৈতিক মূল্যবোধ এবং সর্বশ্রেষ্ঠ দেশপ্রেম এ শিক্ষা প্রতিষ্ঠানের মূল দর্শন বুকে ধারণ করে আমাদের এ প্রতিষ্ঠানটিকে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে নবীন আর প্রবীণের সমন্বয়ে এক ঝাঁক কর্মচঞ্চল অভিজ্ঞ শিক্ষক-কর্মচারী দিন-রাত কাজ করে চলছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা সে লক্ষ্যে পৌঁছাবো ইন-শা-আল্লাহ।