সভাপতি মহোদয়ের বাণী

  • Home
  • সভাপতি মহোদয়ের বাণী

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হলো শিক্ষা। শিক্ষা একটি জাতিকে সৎ, সুন্দর ও সৃজনশীল করে গড়ে তুলে। বর্তমান সরকার জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর তথা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সময়ের এ প্রেক্ষাপটে পুরাতন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ ডিজিটাল পদ্ধতিতে মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রদূতের ভূমিকা পালন করে আসছে। শিক্ষা প্রদান ছাড়াও খেলাধূলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য। ২০২৫ সালে এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করেছি এবং প্রতিষ্ঠানটিকে একটি সলিড ফাউন্ডেশনের উপর দাঁড় করানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ! ইতোমধ্যে আমরা আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজকে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রত্যাশা করি- এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সৎ, সুন্দর ও সাফল্যময় জীবনের অধিকারী হয়ে নিজের, পরিবারের ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ আমাদের সহায় হউন।

Notice:
২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের eSIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি। || এইচএসসি পরীক্ষার কারণে অর্ধ-বার্ষিক পরীক্ষার পর স্কুল ও শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত নোটিশ। || বিভিন্ন সরকারি অফিস ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের নাম ব্যবহার করে বিভিন্ন কারণ দেখিয়ে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান /শিক্ষার্থী /অভিভাবকের কাছ থেকে অর্থ, প্রতিষ্ঠানের User Id ও Password, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ডেবিট/ক্রেডিট কার্ডের Password/PIN Number/OTP চাচ্ছে। এসব তথ্য কারো সাথে শেয়ার না করার জন্য সতর্ক করা হলো। || এডিস মশার বংশ বিস্তার রোধে বাসা-বাড়িতে নিম্নোক্ত পদক্ষেপ গুলো নিতে সরকারি নির্দেশনা মোতাবেক সকলকে অবহিত করা হলো। || ১ম টিউটোরিয়াল পরীক্ষা ফি’সহ বকেয়া বেতনাদি পরিশোধ ও ইস্টার সানডে উপলক্ষ্যে আগামী ২০/০৪/২০২৫ (রবিবার) তারিখ একাডেমী বন্ধ সংক্রান্ত। ||

সকল নোটিশ