সভাপতি মহোদয়ের বাণী

  • Home
  • সভাপতি মহোদয়ের বাণী

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হলো শিক্ষা। শিক্ষা একটি জাতিকে সৎ, সুন্দর ও সৃজনশীল করে গড়ে তুলে। বর্তমান সরকার জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর তথা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সময়ের এ প্রেক্ষাপটে পুরাতন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ ডিজিটাল পদ্ধতিতে মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রদূতের ভূমিকা পালন করে আসছে। শিক্ষা প্রদান ছাড়াও খেলাধূলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য। ঢাকা-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোঃ সেলিম ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি থাকাকালীন এর আধুনিকায়ন করেছেন এবং কলেজটিকে একটি সলিড ফাউন্ডেশনের উপর দাঁড় করিয়েছেন। আমি সভশিক্ষক-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ! ইতোমধ্যে আমরা আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজকে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকায় নিয়ে যেতে সক্ষম হয়েছি। প্রত্যাশা করি- এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সৎ, সুন্দর ও সাফল্যময় জীবনের অধিকারী হয়ে নিজের, পরিবারের ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ আমাদের সহায় হউন।

Notice:
“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান-২০২৩ এর জন্য আবেদন করা বিজ্ঞপ্তি। || (স্থগিত পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা) ১৩/০৯/২০২৩ তারিখ বুধবার এর স্থগিত পরীক্ষা আগামী ২০/০৯/২০২৩ তারিখ বুধবার অনুষ্ঠিত হবে। || “শুভ জন্মষ্টমী ” উপলক্ষে আগামী ০৬/০৯/২০২৩ (বুধবার) একাডেমি বন্ধ সংক্রান্ত। || আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ ২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্র হওয়ায় আগামী ২৫/০৯/২০২৩ (সোমবার) পর্যন্ত একাডেমির শ্রেণির কাজ বন্ধ থাকবে। আগামী ২৬/০৯/২০২৩ (মঙ্গলবার) একাডেমি খুলবে এবং শ্রেণি কার্যক্রম পূর্বের ক্লাস রুটিন অনুযায়ী যথারীতি চলবে। || জাতীয় শোক দিবস-২০২৩ ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় একাডেমির শ্রেণির কাজ বন্ধ সংক্রান্ত। ||

সকল নোটিশ